top of page

"(#পর্ব_অাট_পোষ্ট_২৭)" (পোষ্টনং_২৬ এর পরবর্তী অংশ)


"(#পর্ব_অাট_পোষ্ট_২৭)"

(পোষ্টনং_২৬ এর পরবর্তী অংশ)


তারপর দেখ, #সিন্ধু;- সমুদ্রের সঙ্গে তুলনা করছ;কিন্তু সমুদ্রের জলরাশি থাকলেও কখনও কাউকে যেচে একবিন্দু দেয় না, তোমার কণ্ঠ শুষ্ক হোক,তৃষ্ণায় ছাতি ফাটুক, সিন্ধু কখনও বলবে কি, #যাচিয়া;- ওগো অামার অনেক জল অাছে,তুমি এক বিন্দু পান করে পিপাসা শান্ত কর ? মেঘের সঙ্গেও তাঁর তুলনা হয় না, #পরবশ;-কারণ মেঘ পরবশ ৷ যদি পবন অনুকূল প্রবাহিত হয়, তবেই মেঘ জল বর্ষণ করে পৃথিবী শীতল করে;নচেৎ নয় ৷ অার শ্রীগৌরসুন্দর অবিরলধারে প্রেমাশ্রু বর্ষণ করছেন কোন কিছুরই অপেক্ষা রাখেন নাই ৷ প্রেমবন্যায় জগৎ ভাসিয়ে দিচ্ছেন,কে কোথায় অাছ পাপীতাপী,অাকণ্ঠ ভরে পান কর ৷ #কল্পতরু;- কল্পতরুর কথা বলছ ? #মানস;-কিন্তু কল্পতরুর কাছে যা অভিষ্ট কর, #অবধি;- সেই বাঞ্ছিত ফল পর্যন্ত পাওয়া যায়, তার অতিরিক্ত কিছু পাওয়া যায় না ৷ #অছু;- কিন্ত এমন অপার করুণাময় কে অাছে, যা জীবের চরম ও পরম মঙ্গলকর ফল সাধনে, অযাচিত ভাবে দান করেন ৷ অাবার দেখ, মেঘ যেখানে উদিত হয়, সেখানেই বারিবর্ষণ করে, #চরিতামৃত;- কিন্তু গৌরসুন্দরের চরিতামৃত শুধু শ্রবনপথে প্রবেশ করলেই হৃদয় সরোবর পূর্ণ হয়ে যায় ৷ #সরোবর;- কেবল তা নয়, সরোবর ছাপিয়ে উঠে সেই প্রেমবারি নয়ন পথে হঠাৎ বের হয়, #মরুভূমি;- এবং মরুভূমি অপেক্ষাও নিকৃষ্ট শুষ্ক, কঠিন পাষাণ যে হৃদয়, #পুলকরূপ;- পুলকরূপ সে হৃদয়ে অঙ্কুর সঞ্চার করে ৷ মেঘের কি সাধ্য যে সে মরুভূমিতে অঙ্কুর জন্মাতে পারে ? #চাঁদ_উপাম;- বলতে পার যে তুমিও ত গৌরসুন্দরকে চাঁদের সঙ্গে তুলনা করছ গৌরচন্দ্র অনুপাম ৷ কিন্তু না, অামি চাঁদের সঙ্গে তাঁর তুলনা করি নাই ৷ শুনতে ভাল শোনায় এই জন্য শুধু গৌর বা গৌরাঙ্গ না বলে গৌরচন্দ্র বলেছি, #সবতাপ;- কেননা যাঁর নামমাত্রে

'দেহের, মনের, অত্মার জ্বালা' বিদুরিত হয়,তাঁর সঙ্গে কি চন্দ্রের তুলনা ? #একুঠাম;- তাই পদকর্তা ঘনশ্যামদাস বলছেন যে, কোটী কোটী চাঁদ একত্র হলেও 'মহাপ্রভুর' তুলনা হয় না ৷

"জয় শ্রীগৌরহরি"

0 views0 comments

Comments


Be Inspired
bottom of page